স্বাধীনতা দিবসে মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ট্রাম্পের

 

স্বাধীনতা দিবসে মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ট্রাম্পের




মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: বাসস/রয়টার্স

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। গতকাল বুধবার (২৬ মার্চ) ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


প্রধান উপদেষ্টাকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এই অন্তর্বর্তী সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে অংশীদারত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ।

Post a Comment

Previous Post Next Post